প্রকাশিত: Wed, Feb 15, 2023 4:04 PM
আপডেট: Sat, May 10, 2025 8:39 AM

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনা

বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১

আখিরুজ্জামান সোহান: কানাডার টরেন্টো নগরীর ডুনবাসে এ দুর্ঘটনায় নিহতরা হলেন আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ। গুরুতর আহত হয়েছেন নিবিড় কুমার, তিনি শিল্পী কুমার বিশ্বজিৎ-এর ছেলে। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরেন্টোতে বসবাস করতেন। গ্লোবাল নিউজ, সিপি ২৪ 

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৪ মিনিটে নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। জরুরি নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

পুলিশ জানায়, ঘটনাস্থলেই এক তরুণ ও এক তরুণীর মৃত্যু ঘটে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। 

টরোন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং গাড়িতে আটকে পড়াদের উদ্ধার করে। হাইওয়ে পুলিশ সার্জেন্ট কেরি শ্মিড টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি ৪ জন যাত্রী নিয়ে দুন্দাস স্ট্রিটের দক্ষিণমুখ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটে সজোরে আঘাত করে। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।

তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব